সিলেটে হত্যাসহ ৫ মামলার আসামী গ্রেপ্তার
টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ৯:৫৪:৫৯,অপরাহ্ন ২৪ জুলাই ২০১৯ | সংবাদটি ৪২৬ বার পঠিতসিলেটের কুমারগাঁও থেকে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এবং ৫টি মামলার এক পলাতক আসামী মো. ফারুক হোসেন (৪২) কে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২৩ জুলাই) বেলা পৌনে দুইটার দিকে এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমারগাঁও বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামী কোম্পানীগঞ্জ উপজেলাধীন জালিয়ারপাড় গ্রামের শুকুর আলীর ছেলে। তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মো. শওকাতুল মোনায়েম।