বালাগঞ্জে ভোক্তা অধিকার আইনে ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা
বালাগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ৮:৩৪:৩৪,অপরাহ্ন ২৫ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৯০ বার পঠিত
বালাগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার(২৫ জুলাই) বিকেলে বালাগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সুরক্ষা আইন ২০০৯ এর ৫১ ও ৫২ ধারা মোতাবেক বাজারের দুটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোট ২৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মোবাইল কোর্ট অভিযানটিতে নেতৃত্ব দেন বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস। তিনি বলেন- এরকম অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তা বৃন্দ ও বালাগঞ্জ থানা পুলিশের কয়েক জন সদস্য উপস্থিত ছিলেন।