গোলাপগঞ্জে আমুড়া ইউপির ৬নং ওয়ার্ডের উপনির্বাচনে আব্দুল খালিক জয়ী

গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১০:০৪:১৯,অপরাহ্ন ২৫ জুলাই ২০১৯ | সংবাদটি ৩০৯ বার পঠিত
গোলাপগঞ্জে আমুড়া ইউপির ৬নং ওয়ার্ডের উপনির্বাচনে সাবেক ইউপি সদস্য আব্দুল খালিক বৈদ্যুতিক পাখা প্রতীকে ৫২২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি সুহেল আহমদ ফুটবল প্রতীক নিয়ে ৩৪১ ভোট ও সাইদুর রহমান মোরগ প্রতীকে ২৯৬টি ভোট পেয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনভর শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোট গণণা শেষে ফলাফল ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মুহাম্মদ আজিজুল ইসলাম।