বিশ্বনাথের সংরক্ষিত ওয়ার্ডের উপ-নির্বাচনে আলেয়া বেগম নির্বাচিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৪৬:৩৪,অপরাহ্ন ২৫ জুলাই ২০১৯ | সংবাদটি ৪০৩ বার পঠিত
বিশ্বনাথের সংরক্ষিত ওয়ার্ডের উপ-নির্বাচনে আলেয়া বেগম নির্বাচিত এ ওয়ার্ডের পূর্বের নির্বাচিত সদস্য শারমীন চৌধুরী তানিয়া প্রায় দু’বছর আগে পদত্যাগ করায় ওয়ার্ডটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের ১, ২, ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডের উপ-নির্বাচনে তালগাছ প্রতিক নিয়ে ৫৮৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন আলেয়া বেগম। তার নিকটতম প্রতিদ্বন্ধি সাকেরা বেগম বই প্রতিক নিয়ে পেয়েছেন ৫১৯ ভোট। বৃহষ্পতিবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে নির্বাচনের রিটার্ণিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারোয়ার এ ফলাফল ঘোষণা করেন। এ ওয়ার্ডে ৪ হাজার ১শত ৪০জন ভোটারের মধ্যে ১হাজার ৬শত ৮৪জন ভোটার নিজেদের ভোটাধিকার ভোট প্রয়োগ করেন।
উপনির্বাচনে ৪জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। আলেয়া বেগম ও সাকেরা বেগম ছাড়াও অন্য দুই প্রার্থী ছিলেন জেসমিন বেগম (কলম) ও ময়না রাণী দাস (সূর্য্যমুখি ফুল)।