দেশ বিরোধী সকল অপতৎপরতা মোকাবেলায় দেশপ্রেমিক শক্তির ঐক্যের বিকল্প নেই
সিলেট জেলা খেলাফত মজলিসের তরবিয়তী মজলিস

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:০৪:৩৫,অপরাহ্ন ২৬ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৩০ বার পঠিত
খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খান মুহাম্মদ নজরুল বলেছেন,’দেশে গুম, খুন, হত্যা, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন ভয়াবহ আকার ধারণ করেছে। মানুষের জান মাল ইজ্জতের ন্যূনতম নিরাপত্তা নেই। প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা, শিশু ধর্ষণ, গণধর্ষণ, পরীক্ষার হলে আগুন দিয়ে হত্যা, বিচারকের এজলাসে ছুরি মেরে হত্যা, শিশু পাচারকারী চক্রের সক্রিয়তা, গ্যাসসহ প্রয়োজনী দ্রব্যাদীর মূল্য বৃদ্ধি, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে দেয়া সম্পূর্ণ মিত্যা বানোয়াট রাষ্ট্রবিরোধী প্রিয়া সাহার অভিযোগ প্রমান করে রাষ্ট্রযন্ত্রের দিউলিয়াত্ততা আজ চরম পর্যায় পৌঁছেছে।
কোমলমতি ছাত্র ছাত্রীদের পাঠ্যবইয়ে ডারউইনের ‘বিবর্তনবাদ’ শিক্ষাকে অন্তর্ভুক্ত করে ভবিষ্যৎ প্রজন্মকে নাস্তিক্যবাদী হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। চট্টগ্রামের ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে ইসকনের উদ্যোগে সাধারণ ছাত্র-ছাত্রীদের প্রসাদ খাইয়ে হিন্দু ধর্মীয় মন্ত্র পাঠ করানোর ঘটনা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে মারাত্মকভাবে আঘাত হেনেছে।সব মিলিয়ে দেশ বিরোধী শক্তি আজ সক্রিয়।
তিনি আজ খেলাফত মজলিস সিলেট জেলার নির্ধারিত শাখা দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী তরবিয়তী মজলিসে প্রধান অতিথির আলোচনায় উপরোক্ত কথাগুলো বলেন।
কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জেলা সভাপতি মাওলানা সৈয়দ মুশাহিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত তরবিয়তি মজলিসে ‘দাওয়াতে দ্বীনের গুরুত্ব’ শীর্ষক আলোচনা রাখেন,কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবদুস সবুর।বক্তব্য রাখেন,সিলেট মহানগরী সভাপতি অধ্যাপক বজলুর রহমান,জেদ্দা মহানগর খেলাফত মজলিসের প্রধান উপদেষ্টা মাওলানা হাবীবুর রহমান রাজাগঞ্জী, জেলা সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা ওলিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল ওয়াদুদ, মাওলা আশিকুর রহমান, বায়তুলমাল সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ ও অফিস সম্পাদক হাফিজ মাওলানা খালেদ আহমদ।
জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল হাদীর পরিচালনায় অনুষ্ঠিত তরবিয়তী মজলিসে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রবিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা আহমদ মাহফুজ আদনান,মাওলানা সালেহ আহমদ, মুহাম্মদ শামছুল ইসলাম, গ্রীস খেলাফত মজলিসের সভাপতি মুহাম্মদ আবদুল্লাুহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে খান মুহাম্মদ নজরুল আরো বলেন, ‘দেশের এহেন পরিস্থিতি মোকাবলায় সরকার কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করে জনগণকে একেরপর এক ইস্যুর ঘেরাটোপে ফেলে রাখতে চাচ্ছে। ক্ষমতার মোহ আজ রাজনৈতিক নেতাদের চালিকা শক্তিতে পরিনত হয়েছে। দেশে সুশাসনের অভাবে আজ চরমভাবে মানবাধিকার লঙ্গিত হচ্ছে। যার ফলে বিচার বহির্ভূত হত্যাকান্ড, স্বাধীন বিচার ব্যবস্থা এবং মৌলিক মানবিক অধিকার হরণ নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে পড়ছে। আসলে এভাবে একটা রাষ্ট্র চলতে পারেনা। প্রয়োজন এঅবস্থার উত্তোরণ। এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে নির্বাচনের নামে ভোট ডাকাতির মাধ্যমে কায়েম হওয়া অগণতান্ত্রি এ সরকাকে গণ আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা থেকে সরাতে হবে। জনগণের অধিকার নিশ্চিত করে, ইনসাফপূর্ণ সমাজ তৈরি করতে হলে এখন একমাত্র প্রয়োজন ইসলামি সমাজব্যবস্থা। তাই খেলাফত মজলিসের সকল স্থরের জনশক্তিকে সে লক্ষ্যেই জনগণকে সংগঠিত করতে হবে।