বুরজান চা-বাগান থেকে ৬ জুয়াড়ি গ্রেপ্তার
![](https://timesylhet.com/files/uploads/2019/07/reporterpic.png)
টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ৭:৪২:২৪,অপরাহ্ন ২৬ জুলাই ২০১৯ | সংবাদটি ৪০১ বার পঠিতসিলেট সদর উপজেলার বুরজান চা-বাগানের মাজলাইন এলাকা থেকে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে জুয়া খেলারত অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৬ জুলাই) র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে ও সঙ্গীয় অফিসার এএসপি ওবাইনসহ এসএমপি এয়ারপোর্ট থানাধীন বুরজান চা কারখানার মাজলাইন এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রুদ্র সিং ছত্রী (১৯), গোবিন্দ ছত্রী (২৫), রঞ্জন গোয়ালা (১৯), দিলিপ গোয়ালা (২৬), চঞ্চল আলী (২৮) ও রাজেন ছত্রী (২৬)। উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদের এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।