গোলাপগঞ্জের শ্রী চৈতন্য দেবের মন্দির পরিদর্শনে বাংলা একাডেমীর মহাপরিচালক
গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৯:৫৬:৩৯,অপরাহ্ন ২৬ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৯৭ বার পঠিতগোলাপগঞ্জের ঐতিহাসিক শ্রী চৈতন্য দেবের মন্দির পরিদর্শন করেছেন বাংলা একাডেমীর মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী এবং দৈনিক জাগরণ সম্পাদক ও পিআইবি চেয়ারম্যান আবেদ খাঁন।
এসময় বাংলা একাডেমীর মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, মর্মে ও ধর্মে এক না থাকলে শান্তি হয় না। আদিকাল থেকে আজ পর্যন্ত আমাদের মানবিক মূলবোধ ও সমাজ ব্যবস্থায় ধর্মের প্রভাব লক্ষ্য করা যায়। সেই আলোকে বাংলাদেশের জন্য ধর্মীয় মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুক্রবার বিকালে পরিদর্শনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক জাগরণের নির্বাহী সম্পাদক দুলাল আহমদ চৌধুরী, বালাগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ও সিনিরয় সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, শ্রী চৈতন্য দেবের মন্দিরের সেবায়েত অধ্যাপক রাধা বিনোধ মিশ্র, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, আওয়ামী লীগ নেতা নকুল রাম মালাকার প্রমুখ।