মাহমুদুর রহমান লায়েকের উপর দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে গোলাপগঞ্জে মানববন্ধন
গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১০:২৬:৫৭,অপরাহ্ন ২৬ জুলাই ২০১৯ | সংবাদটি ৪০০ বার পঠিতওসমানী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুর রহমান লায়েকের উপর দায়েরকৃত আব্দুল আহাদ হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে গোলাপগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় গোলাপগঞ্জ চৌমুহনীতে ওসমানী স্মৃতি পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখা ও গোলাপগঞ্জের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ওসমানী স্মৃতি পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানার পরিচালনায় বক্তব্য রাখেন, পরিষদের উপজেলা শাখার সভাপতি সুলতান মাহমুদ শুভ, যুগ্ম সম্পাদক সাংবাদিক জয় রায় হিমেল, ফখরুল ইসলাম শাকিল, পরিষদের সাংগঠনিক সম্পাদক সাদিক আল মাহমুদ, সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ-সাংগঠনিক সম্পাদক এমএনআই রুমেল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সিনিয়র সভাপতি সঞ্জয় দাস, সদস্য সেবুল আহমদ, জয়নুল আহমদ, রুমন আহমদ, ইফতাদ আহমদ, জুহিন আহমদ, সাহেদ আহমদ, সাব্বির আহমদ, মাহিম মাহমুদ, জাহিদ আহমদ, জুনেদ আহমদ, রাহি আহমদ, জলিল আহমদ, উজ্জল আহমদ, সুমন আহমদ, আলীম উদ্দিন, ছালিক আহমদ প্রমুখ।
এসময় বক্তারা ওসমানী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুর রহমান লায়েকের উপর দায়েরকৃত আব্দুল আহাদ হত্যা মামলা প্রত্যাহার ও চার্জশিট থেকে নাম বাদ দেওয়ার জোর দাবী জানান।