গুজব ছড়িয়েছে একটি মহল দেশের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে….মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৮:২৮:৪৪,অপরাহ্ন ২৭ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৮১ বার পঠিতসিলেট-৩ আসনের এমপি, বাণিজ্য ও ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, গুজবে কান না দিয়ে লেখাপড়ার প্রতি মনোযোগী হতে হবে। একটি মহল দেশের শান্ত পরিবেশকে অশান্ত করার লক্ষ্যে গুজব ছড়িয়েছে, যার কোন ভিত্তি নেই। যারা এ ধরনের গুজব প্রচারে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে মিথ্যা ও কাল্পনী গুজবের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলতে সকলের প্রতি আহবান জানান।
মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি শনিবার (২৭ জুলাই) সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার পরিষদ মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ-২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দীনের সভাপতিত্বে ও শিক্ষক রাজীব কান্তি দাসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, শাহজালাল সারকারখানার উপ-ব্যবস্থাপক মিজানুর রহমান, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দীন, সহকারী শিক্ষক মাওলানা ইয়াকুব আলী, মানিকোনা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর মইজ, কাসিম আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদুজ্জামান, পিপিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহিদ, শিক্ষার্থী নাজিফা আনজুন খান শৈলী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী মোঃ নাঈম আহমদ। গীতা পাঠ করেন ফেঞ্চুগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী তৃণা চন্দ জুঁই।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ স্কুল, শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও নগদ অর্থ প্রদান করেন প্রধান অতিথি এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী।