গোলাপগঞ্জে পুলিশের অভিযানে চার আসামী গ্রেফতার
গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৮:৫১:৩০,অপরাহ্ন ২৭ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৫৩ বার পঠিতগোলাপগঞ্জে সাজাপ্রাপ্ত তিন আসামীসহ ৪জনকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শুক্রবার (২৬ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল তাদের নিজনিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হল, উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের কুটু মিয়া উরফে ছড়া মিয়ার পুত্র জিলাল আহমদ (৩০), দক্ষিণ সুনামপুর গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী ফুলই বিবি (৩৬) ও কামাল উদ্দিনের স্ত্রী সেলিনা বেগম (২৯)। জিলাল আহমদ বিয়ানীবাজার থানার মাদক আইনের ছয় মাসের সশ্রম সাজাপ্রাপ্ত ও ফুলই বিবি ও সেলিনা বেগম তিন মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত আসামী। বাঘা পূর্বগাও এলাকার মৃত আরশিদ আলীর পুত্র পাখি মিয়া (৫৫) নামে এক ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মিজান রহমান সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে আজ জেল হগাজতে প্রেরণ করা হয়েছে।