সিলেট মহানগর যুবলীগের নতুন নেতৃত্বকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৮:২৯:৪১,অপরাহ্ন ২৮ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৮০ বার পঠিত
সিলেট মহানগর যুবলীগের কাউন্সিলে সভাপতি পদে আলম খাঁন মুক্তি ও সাধারণ সম্পাদক পদে মুশফিক জায়গীরদার নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের জাতীয় সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন।
এক অভিনন্দন বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন- শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সিলেট মহানগর যুবলীগের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে যা সত্যি প্রশংসনীয়। আরো আনন্দের ব্যাপার হচ্ছে যে কাউন্সিলররা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের পছন্দের নেতা নির্বচিত করতে পেরেছে। যা দলের ভেতরে গনতন্ত্রের চর্চাকে আরো প্রশংসিত ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি সিলেট মহানগর যুবলীগের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পুণ্যভুমি সিলেট মহানগরে যুবলীগ আরো বেশি সুসংগঠিত এবং শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের অভিযাত্রায় অবদান রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।