জৈন্তাপুরে জনতার হাতে ৪ গরুচোর আটক
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৮:৩৬:০৩,অপরাহ্ন ২৯ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৩৫৫ বার পঠিত
সিলেটের জৈন্তাপুর উপজেলায় চিকনাগুল ইউনিয়নে জনতা ৪ গরু চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
সোমবার (২৯ জুলাই) সকালে জৈন্তাপুর উপজেলায় চিকনাগুল ইউনিয়নে পানিছরা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, চিকনাগুল ইউনিয়নে পানিছরা এলাকায় গরু চুরি করার প্রক্কালে স্থানীয় জনতা ৪ জন গরুচোরকে আটক করে গণধোলাই দেয়। পরে স্থানীয় এলাকাবাসী সকাল ৮ টার দিকে জৈন্তাপুর মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশের এস.আই আজিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে এলাকাবাসী আটককৃতদের পুলিশের হাতে তুলে দেন।
আটককৃতরা হলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলার কাটালপুর তেরাকুরী গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল আহাদ আব্দুল্লাহ (২৬), ফেঞ্চুগঞ্জ কাটালপুর গ্রামের জহির আলীর ছেলে জুবের আহমদ (২০), ফেঞ্চুগঞ্জ কাটালপুর উত্তরপাড়া গ্রামের মৃত কমর উদ্দিনের ছেলে সালাহ উদ্দিন (২৬) ও ফেঞ্চুগঞ্জ উপজেলার কাটালপুর হাজিগঞ্জ গ্রামের মৃত মিছির আলীর ছেলে ইসকন্দর আলী উরফে ইসা মিয়া (৫০)।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মইনুল জাকির বলেন, খুব সকালে খবর পেয়েই থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছি। ৪ গরুচোর সদস্যকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।