কে এই বাক প্রতিবন্ধী কিশোরের
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৮:৪২:৫৩,অপরাহ্ন ২৯ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৭৬ বার পঠিত
সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার থেকে এক বাক প্রতিবন্ধী ১৪ বৎসরের ছেলে পাওয়া গেছে। সোমবার (২৯ জুলাই) দরবস্ত বাজার এলাকায় ঘুরাঘুরি করতে দেখে এলাকাবাসী ছেলেটি জৈন্তাপুর মডেল থানা পুলিশের হাতে তুলে দেয়। এখন পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, ছেলেটি বাক প্রতিবন্ধী তাই নাম ঠিকানা কিছুই বলতে পারছে না। ধারনা করা হচ্ছে পথ ভুলে কিংবা কোন দুষ্ট লোক ছেলেটিকে নিয়ে এসে বাজারে ছেড়ে যায়। ছেলেটি পরিচয় না বলতে পারায় পুলিশ সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সিলেট হস্তান্তর করেছে।
এদিকে ছেলেটির পরিচয় জানতে সবার সহযোগিতা কামনা করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মইনুল জাকির। ওসি বলেন, কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটির পরিচয় পেলে আমাদের সাথে যোগাযোগ করেন। যোগাযোগ নং ০১৭১৩-৩৭৪৩৭৭।