গোলাপগঞ্জে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
![](https://timesylhet.com/files/uploads/2019/07/reporterpic.png)
গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৯:৩৭:৪৩,অপরাহ্ন ২৯ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৯৯ বার পঠিতগোলাপগঞ্জে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) বিকাল ৩টায় উপজেলার ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে ঢাকাদক্ষিণ সরকারি কলেজের লাইব্রেরিয়ান ও লেখক খায়রুল ইসলাম সুহেবের আয়োজনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক ও রম্যলেখক আতাউর রহমান। এসময় তিনি বলেন, স্কুল কলেজের বইয়ের পাশাপাশি অন্যান্য শিক্ষামূলক বই পড়বে। সিলেট বর্তমানে শিক্ষায় পিছিয়ে পড়ছে। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা সিলেটের শিক্ষাব্যবস্থাকে আরও এগিয়ে নিবে। মেয়েরা বর্তমানে শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। পরিশ্রম করলে আরও এগিয়ে যাবে। অনুষ্ঠানে ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও খায়রুল ইসলাম সুহেবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সদ্য সাবেক সভাপতি সাহাব উদ্দিন আহমদ, বিশিষ্ট চিত্রশিল্পী ও ফ্রিলান্স সাংবাদিক বাইস কাদির, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি অধ্যাপক আব্দুল মুকিত, সহকারি প্রধান শিক্ষক ছলমান আহমদ চৌধুরী, প্রভাষক সাজ্জাদুর রহমান, প্রভাষক তানিয়া আক্তার, অনুষ্ঠানের অন্যতম সহযোগী রাজু আহমদ। কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তানজিলা পারভিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক জয়নাল আবেদীন। অনুষ্ঠান শেষে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১১জন শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও গোলাপগঞ্জের বাতিঘর বই প্রদান করা হয়।