দক্ষিণ সুরমা থেকে ৮ জুয়াড়িকে আটক করেছে র্যাব
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:৫৬:০৯,অপরাহ্ন ২৯ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৭৭ বার পঠিতদক্ষিণ সুরমার ক্বিন ব্রিজ সংলগ্ন শহিদ মিয়ার ভাড়া বাসা থেকে ৮ জুয়াড়িকে আটক করেছে র্যাব। রোববার দিবাগত রাতে তাদের আটক করা হয়।
সোমবার (২৯ জুলাই) র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটক ৮ জুয়াড়ি হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম বিজয়খরার রফিকুল ইসলামের ছেলে বর্তমানে দক্ষিণ সুরমার ভার্তখলার বাসিন্দা রবিউল ইসলাম মিল্লাত (৪৭), দক্ষিণ সুরমার মোমিন খলার মৃত সমর উদ্দিনের ছেলে বাদশা মিয়া (৩৫), একই উপজেলার কুচাই এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে লিটন আহমদ (৩২), কুচাই (সানপিন) এলাকার নুরুল ইসলামের ছেলে কামাল আহমেদ (৩৫), ভার্থখলার এলাইছ মিয়ার ছেলে হেলাল মিয়া (২৮), দক্ষিণ সুরমার কদমতলীর শানু মিয়ার ছেলে রাজু মিয়া (৩২), একই উপজেলার আরফিজ আলীর ছেলে চুনু মিয়া (৩০) ও দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে জামাল মিয়া (৪০)।
জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ক্বিন ব্রিজ সংলগ্ন শহিদ মিয়ার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় জুয়ার বোর্ড থেকে তাদের আটক করা হয়।
আটকদের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৯।