গোলাপগঞ্জে মাদরাসা শিক্ষার্থীদের সচেতনতা সৃষ্টিতে পুলিশের মতবিনিময়
গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৯:০৮:৪৮,অপরাহ্ন ৩০ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৯৮ বার পঠিতগোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে হযরত মাদারী শাহ (রঃ) মাদরাসাতুল বানাত রায়গড় দত্তরাইল মাদ্রাসায় গুজব, ইভটিজিং ও নারী সহিংসতা রোধে সচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৩০ জুলাই) দুপুর ২টায় গোলাপগঞ্জ মডেল থানার উদ্যোগে ছাত্রী, শিক্ষক সমন্বয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। এসময় তিনি বলেন, দেশকে অস্থিতিশীল রাখতে একটি মহল বিভিন্ন ধরনের মিথ্যা বানোয়াট গুজব রটনা করে মানুষকে বিভ্রান্ত করার পায়তারা করছে। আপনারা এই ধরনের গুজব থেকে নিজেদের সরিয়ে রাখবেন এবং এলাকার মানুষকে সরিয়ে রাখবেন। ছাত্রীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, কোন ধরনের ইভটিজিং বা নির্যাতনের শিকার হলে তাৎক্ষণিক পুলিশকে জানাবেন। পুলিশ আপনাদের নিরাপত্তায় সবসময় পাশে আছে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, হযরত মাদারী শাহ (রঃ) মাদরাসাতুল বানাত রায়গড় দত্তরাইল মাদ্রাসার মুহতামিম মাওলানা জমির উদ্দিন, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম, মাদ্রাসার শিক্ষক মাওলানা মইন উদ্দিন, মাওলানা ফয়েজ উদ্দিন, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা ইলিয়াছ আহমদ, মাওলানা ইব্রাহিম আলী প্রমুখ। এসময় ছাত্রীদের প্রস্তাবের প্রেক্ষিতে মাদ্রাসায় নামাজের স্থানে সাউন্ড বক্স’র জন্য ৫হাজার টাকা প্রদান করেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।