গোলাপগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ আটক ৩
গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৯:১১:৪০,অপরাহ্ন ৩০ জুলাই ২০১৯ | সংবাদটি ৪২২ বার পঠিতগোলাপগঞ্জে পুলিশের পৃথক অভিযানে চেক ডিজঅনার মামলার আসামী ও সাজাপ্রাপ্ত আসামী সহ ৩জনকে আটক করেছে গোলাপঞ্জ মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলো- উপজেলার পৌর এলাকার স্বরস্বতী গ্রামের জুনু মিয়ার ছেলে জাবেদ আহমদ (২৮), বাঘা ইউপির গোলাপনগর পশ্চিমগাঁও এলাকার মৃত মকবুল আলীর ছেলে আবুল কালাম(৩০), পৌর এলাকার রাঙ্গাডহর লামা পশ্চিমভাগ গ্রামের মৃত খালেদ আহমদের ছেলে রাজীব আহমদ (৩০)। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতের বিভিন্ন সময় গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ আসামীদর নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃত জাবেদ ও আবুল কালাম ০১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী ও রাজীব আহমদ ৩টি চেক ডিজঅনার মামলায় ৩ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫ লক্ষ টাকা জরিমানায় দন্ডিত আসামী।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজান রহমান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।