হযরত শাহ তৈয়ব ছয়লানি (রঃ) ইয়থ ফেডারেশনের প্রবাসী সংবর্ধনা অনুস্টিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:১০:৫৯,অপরাহ্ন ০২ আগস্ট ২০১৯ | সংবাদটি ৬১৪ বার পঠিত
দক্ষিণ সুরমার সিলাম শেখ পাড়ায় হযরত শাহ তৈয়ব ছয়লানি (রঃ) ইয়থ ফেডারেশনের উদ্যোগে ২ আগষ্ট শুক্রবার বেলা ২ টায় ফেডারেশনের প্রধান কার্যালয়ে
ফেডারেশনের সভাপতি রুহেল আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি আহমদুর রহমান ছাদেক এর পরিচালনায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বি সমাজসেবী ও শিক্ষানুরাগী জনাব মুদাব্বির হুসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জনাব ফজলু মিয়া, মাস্টার মোয়াজ্জেম হুসাইন লনি, সামছুল হক,আব্দুল হক সুহেব, হামিদ মিয়া, শিশু মিয়া, নিজাম উদ্দিন ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক মুজাহিদ আলি, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আহমেদ ফাহিম, অর্থ সম্পাদক ফাহিম তালুকদার, সহ প্রচার সম্পাদক আবিদ আহমদ, সাজ্জাদুর রহমান ছাব্বির, অফিস সম্পাদক লতিফুর রহমান মেহদি, ইফতি প্রমুখ।
ফেডারেশনের উপদেষ্টা কাতার প্রবাসী শামিম আহমদ, কাতার প্রবাসী জাকারিয়া আহমদ বাবু, ওমান প্রবাসী আমিনুল ইসলাম মাছুম, দুবাই প্রবাসী তারেক আহমদ কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।