বিশ্বনাথে বিয়ের রাতে এক বিয়ে পাগল লন্ডন প্রবাসী গ্রেফতার
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:৪৩:১৮,অপরাহ্ন ০২ আগস্ট ২০১৯ | সংবাদটি ৫০৭ বার পঠিতবিশ্বনাথে বিয়ের রাতে এক বিয়ে পাগল লন্ডন প্রবাসীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের ইলিমপুর গ্রামের জমির আলীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী নারী লোভী আহমদ আলী (৩৫)। (৩০জুলাই) মঙ্গলবার গোপনে বিয়ে করার পর নব-বধূকে বাড়িতে নিয়ে যাওয়ার পর রাতেই তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। প্রায় চার বছর পূর্বে লন্ডন থেকে পালিয়ে দেশে এসে ওই বিয়ে পাগল আহমদ আলী নিজের ব্রিটিশ পাসপোর্টটিও ছিড়ে ফেলেছেন। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন থেকে নিজ বসত ঘরে অসামাজিক ব্যবসা চালিয়ে যাওয়ার পাশাপাশি বিয়ে নামে যুবতী মেয়েদের সর্বনাশ করে আসছেন। জানাগেছে, ২০১৫ সালে দেওকলস ইউনিয়নের সৈয়দপুর সদুরগাঁওয়ের বাসিন্দা মৃত মাহমদ আলীর মেয়ে রুমি বেগমকে বিয়ে করেন লন্ডন প্রবাসী আহমদ আলী। বিয়ের পর প্রতি রাতেই স্ত্রীকে নির্যাতন করতেন। ভয়ে স্ত্রী রুমি তার লন্ডন প্রবাসী ভাই আব্দুর রহিমের কাছ থেকে প্রায় ৮লাখ টাকা স্বামীকে এনে দেন। তার পর স্ত্রীর বড়ভাই প্রবাসী আব্দুর রহিমের কাছ থেকে ১৫লাখ টাকার (ঢাকা মেট্রো চ ১৩-১৪১৫) নাম্বার নোহা গাড়ি এনে দেন স্ত্রী রুমি। কিন্তু টাকা আর গাড়ি এনে দিলেও তার উপর স্বামীর নির্যাতন কমেনি। তাছাড়া গাড়িটিও নিজে ব্যবহার না করে প্রতারণা করে বিক্রি করে দেন তার ওই লাপান্ডা স্বামী।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দোহা পিপিএম। তিনি বলেন, গ্রেফতারের পর পুলিশের কাছে প্রবাসী আহমদ আলী নিজেই পাসপোর্ট ছিড়ে ফেলার বিষয়টি স্বীকার করেছে। এছাড়া আহমদ আলী শুধু বিয়ে পাগলই নয়, নানা অপরাধের সঙ্গে জড়িত থাকায় তাকে তাকে নিয়ে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি। এদিকে, ২০১৮ সালের ১৬ অক্টোবর ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের সোয়ারগাঁও নামক স্থান থেকে রাজনগর উপজেলার পূর্ব ইসলামপুর গ্রামের সিমা বেগম (১৮) নামের এক যুবতীসহ আপত্তিকর অবস্থায় আহমদ আলীকে গ্রেফতার করে ওসমানীনগর থানা পুলিশ। ওইদিন তার আরেক বন্ধু বিশ্বনাথ উপজেলার মন্ডলকাপন গ্রামের ইন্তাজ আলীর পুত্র আঙ্গুর আলীকেও (৩৬) গ্রেফতার করা হয়। এঘটনায় ওসমানীনগর থানায় একটি মামলাও রয়েছে, (মামলা নং-২৯/১৮)।
এই সুযোগে স্ত্রীকে না জানিয়ে গোপনে বালাগঞ্জের একটি গ্রামে বিয়ে করে বাড়ি ফিরেই পুলিশের হাতে ধরা পড়েন ওই লন্ডনী। এ ঘটনায় (৩০জুলাই) মঙ্গলবার রাতে রুমির বড়ভাই আব্দুর রহিম বাদি হয়ে থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেছেন (মামলা নং-২৫) তারিখ ৩০/০৭/২০১৯। মামলার প্রেক্ষিতে গ্রেফতারের পর তাকে নিয়ে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সিলেটের জকিগঞ্জ থেকে নোহা গাড়িটি উদ্ধার করে থানা পুলিশ।
বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম সাংবাদিকদের বলেন, আহমদ আলীকে জিজ্ঞাসাবাদ চলছে। গ্রেফতারের পর তাকে নিয়ে অভিযান চালিয়ে শশুরবাড়ি থেকে এনে বিক্রি করা গাড়িটি বৃহস্পতিবার জকিগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে।