ডেঙ্গু প্রতিরোধে বিশ্বনাথে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক এম,পি শফিকুর রহমান চৌধুরী
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৩৮:০৩,অপরাহ্ন ০২ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪০৫ বার পঠিত
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ‘পরিস্কার পরিচ্ছন্নতা’ কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। তিনি শুক্রবার বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বাসিয়া সেতুর দক্ষিণ তীরে একার্যক্রমের উদ্বোধন করেন।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। দ্রুতই এর প্রভাব নিয়ন্ত্রনে আসবে। তবে আমাদের সকলের নিরাপত্তার জন্য নিজেদের চার পাশ সব সময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গু মশা যাতে বংশ বৃদ্ধি না করতে পারে সেজন্য সবাইকে সচেতন হওয়ার কোন বিকল্প নেই। এসময় ডেঙ্গু প্রতিরোধে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ প্রদান করেন সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন, অর্থ সম্পাদক নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া যুবলীগ নেতা দবির মিয়া, মুহিবুর রহমান সুইট, রাজু আহমদ খান, প্রমুখ নেতৃবৃন্দ।