বিশ্বনাথে অলংকারী ইউনিয়নের মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষে ১০জন আহত

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:০৬:২৯,অপরাহ্ন ০৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৫০৬ বার পঠিত
সিলেটের বিশ্বনাথে মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।উপজেলার অলংকারী ইউনিয়নের বেতসান্দি ঘোরন বড়বাড়ি মসজিদে শুক্রবার (২ আগস্ট) সকালে সংঘর্ষের এ ঘটনা ঘটে। মসজিদ কমিটি ও স্থানীয় সূত্রে জানাগেছে, মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে রইছ মিয়াও মর্তুজ আলী বিরোধ চলছিল। স্থানীয় মুরব্বিরা এর সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হন। এরই জের ধরে সকালে রইছ মিয়ার লোকজন মসজিদের মুতাওয়াল্লি মর্তুজ আলীর উপর হামলা চালায়। এতে প্রায় ১০ জন আহত হন। আহতরা হলেন, বেতসান্দি ঘোরন বাড়ি জামে মসজিদের মুতাওয়াল্লি র্মতুজ আলী, সফিক আলী (৪০), ফারুক আলী (৩৫), ফয়েজ আলী (২২), সুমন আলী, কয়েছ আলী, জুয়েল আহমদ । আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি করা হয়েছে।
অলংকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সমছু মিয়া ও গ্রামের প্রবীণ মুরব্বী ফারুক মিয়া জানান, ওই গ্রামের মসজিদের ইমাম নিয়োগ নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল আমরা সমাধানের চেষ্টা করি কিন্ত আমরা ব্যর্থ হই।