প্রজ্ঞা মেধামূল্যায়ন প্রতিযোগিতা ২০১৮’র বুদ্ধিমত্তা প্রতিযোগিতা
গোলাপগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ৩:১৯:৫৭,অপরাহ্ন ০৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৯৬ বার পঠিত
প্রজ্ঞা মেধামূল্যায়ন প্রতিযোগিতা ২০১৮ এর চুড়ান্ত ধাপে বুদ্ধিমত্তা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১৩টি বিদ্যালয়ের পঞ্চম ও অষ্টম শ্রেণির ১৬জন প্রতিযোগী অংশগ্রহণ করার সুযোগ পায়। অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে পঞ্চম শ্রেণির দুইজন ছাত্র ও দুইজন ছাত্রী এবং অষ্টম শ্রেণির দুইজন ছাত্র ও দুইজন ছাত্রী মেধাবী মুখের সন্ধানে প্রজ্ঞা’র পুরস্কারের জন্য মনোনিত হবে।
আগামী ৫ আগষ্ট সোমবার সকাল ১১টায় হলিসিটি এডুকেশন ট্রাস্ট কার্যালয়ে প্রতিযোগিতার ফলাফল ঘোষনা করা হবে। হলিসিটি এডুকেশন ট্রাস্টের সেক্রেটারী সাবিনা বেগম জানান ট্রাস্টের উদ্যোগে এই প্রতিযোগিতা বছরব্যাপী পাঁচটি ধাপে শিক্ষার্থীদের প্রতিযোগী করে তুলতে কাজ করে আসছে। প্রতিযোগিতায় ২০১৮ সালে সিলেট জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীগণ অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীগণ প্রথমে বাচাই পর্ব, পরে মেধামূল্যায়ন লিখিত প্রতিযোগিতা, ৩য় ধাপে জিপিএ ৫ প্রাপ্ত এবং শেষ পর্যায়ে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত হয়ে চুড়ান্ত ধাপে অংশগ্রহণ করার সুযোগ পায়। অংশগ্রহণকারীগণ শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপে বিজয়ী হওয়ার জন্য পুরস্কার পায় ও সর্বশেষ বিজয়ী আটজন প্রতিযোগী ট্রাস্টের অর্থায়নে বিদেশ সফর করবে বলে তিনি জানান।