জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সহ সভাপতি মাহমদ আলীর চেহেলাম সম্পন্ন

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৭:৪৮:২৫,অপরাহ্ন ০৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৫৫ বার পঠিতসিলেট জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি, সিলেট বিভাগ গণদাবী পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার উপদেষ্টা, দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের কিসমত বিরাহিমপুর গ্রামের বাসিন্দা, কিসমত বিরাহিমপুর জামে মসজিদের মুতাওয়াল্লী, উপজেলার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মরহুম মোঃ মাহমদ আলীর চেহেলাম শুক্রবার (২ আগস্ট) বাদ জুম্মা কিসমত বিরাহিমপুর জামে মসজিদের অনুষ্ঠিত হয়। মরহুম মোঃ মাহমদ আলীর রূহের মাগফেরাত কামান খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুমের বড় ছেলে কাতার প্রবাসী মোঃ খিজির মিয়া, ডাঃ কয়েছ আহমদ, জামাতা বিশিষ্ট ব্যবসায়ী ফয়েজ আহমদ ও নাতী সিলেট বিভাগ গণদাবী পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি, দৈনিক সিলেট বাণীর দক্ষিণ সুরমা প্রতিনিধি শামীম আহমদ তালুকদার চেহেলামে আগত অতিথিবৃন্দকে অভিনন্দন জানান এবং মাহমদ আলীর রূহের শান্তির জন্য দোয়া কামনা করেন।
মাহমদ আলীর চেহেলামে অংশ গ্রহণ করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সহ সভাপতি, জালালপুর আলিয়া মাদরাসার অধ্যক্ষ আল্লামা জ.উ.ম আব্দুল মুনিম মঞ্জলালী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী শাহ মালিক, পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর সাবেক পরিচালক, সিলাম ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেন মাখন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, খান বাহাদুর আছদ্দর আলী খান ওয়াকফ স্টেটের মুতাওয়াল্লী এডভোকেট বাবর আলী খান, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, বিএনপি নেতা তাজিদুর রহমান তাজুল, বটতলা বিবির মোকাম শাহী ঈদগাহ’র সেক্রেটারী, সাবেক মেম্বার বীর মুক্তিযোদ্ধা মোঃ আলফাজ উদ্দিন, সদর দক্ষিণ ও দক্ষিণ সুরমা আল্লামা ফুলতলী রহঃ ইছালে ছোয়াব বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুস সহিদ, কলাবাগান লতিফিয়া হাফিজিয়া মাদরাসার সভাপতি ও হযরত ছামউন ছঞ্জরী রঃ ইছালে ছোয়াব বাস্তবায়ন কমিটির মোতাওয়াল্লী মোঃ আমির উদ্দিন, কলাবাগান নবারুন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ গভর্নিং বডির সদস্য আলহাজ¦ কামাল উদ্দিন তুরন, সাবেক সদস্য নেছার আলী, নেফুর আলী, আনা মিয়া, মানিক মিয়া, সালিশ ব্যক্তিত্ব ও বিশিষ্ট মুরব্বী হামিদ খান, তাহিদ খান, মুহিব খান, সেলিম খান, আব্দুর রহমান মিসবাহ, প্রবাসী মুহিবুর রহমান, ফয়েজ আহমদ, স্থানীয় ইউপি মেম্বার শাহেল চৌধুরী কামাল, কলাবাগান লতিফিয়া হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ মুশাহিদ আলী, হাফিজ আব্দুন নুর, ডাঃ সৈয়দ মুসলেহ উদ্দীন, এলাকার বিশিষ্ট মুরব্বী আফতাব আলী, আব্দুর রশীদ, সুরুজ আলী, আজফর আলী, মাষ্টার লিলু মিয়া, রমজান আলী গেদা মিয়া, আস্বব আলী তালুকদার, মোঃ মখলিছ মিয়া, কিসমত বিরাহিমপুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ কারী মাওলানা উস্তার আলী, সাবেক ইমাম হাফিজ মাওলানা ডাঃ আব্দুর রউফ, রাজনগর হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা রফিকুল হক তাপাদার, হাফিজ আমিন আহমদ, কারী লয়লু মিয়া, সেক্রেটারী আব্দুল বাছিত, কোষাধ্যক্ষ আখলিছ মিয়া, কামাল আহমদ, কলাবাগান বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি জুবের আহমদ, সহ সভাপতি শাহীন আহমদ, সাধারণ সম্পাদক ডাঃ রফিক আহমদ, সাহেদ আহমদ, বাবলু আহমদ, ময়জু আহমদ, বুরহান আহমদ, মকদ্দস আলী, মুরব্বী মোঃ হাসিব উল্লাহ প্রমুখ সহ গ্রামের সর্বস্তরের জনগণ। বিজ্ঞপ্তি