জগন্নাথপুরে পানিতে তলিয়ে স্কুলছাত্রের মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৯:০৫:১৭,অপরাহ্ন ০৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪০৫ বার পঠিতসুনামগঞ্জের জগন্নাথপুরে নৌকা থেকে পড়ে পানিতে তলিয়ে ইসমাইল মিয়া (৮) নামের এক স্কুলছাত্র এর মৃত্যু হয়েছে। সে জগন্নাথপুর উপজেলার আলাগদী-কদমতলা গ্রামের শাহ নুর আলীর ছেলে ও স্থানীয় সাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
জানাগেছে, শনিবার (৩ আগষ্ট) সকাল প্রায় সাড়ে ৯টার দিকে স্কুলছাত্র ইসমাইল মিয়া নিজে প্রতিদিনের মতো ছোট নৌকা বেয়ে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে অসাবধানতা বশত সে নৌকা থেকে পানিতে পড়ে তলিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর স্কুলছাত্র ইসমাইলের মৃতদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত ঘটনাস্থল পরিদর্শন কালে নিহত পরিবারকে শান্তনা দিয়ে প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন এবং নৌকায় চলাচলের ক্ষেত্রে সাবধান হতে এলাকাবসীকে আরো সচেতন হওয়ার আহবান জানান। এদিকে-এ খবর এলাকায় ছড়িয়ে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।