দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর সহায়তায় প্রবেশ অফিসারদের সফলতা অর্জন করতে হবে…. কুমার সিংহ
প্রবেশন এন্ড আফটার কেয়ার কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক কর্মশালা
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:৩২:৪৪,অপরাহ্ন ০৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪২৯ বার পঠিত
সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) সন্দ্বীপ কুমার সিংহ বলেছেন, দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর সহায়তায় প্রবেশ অফিসারদের সফলতা অর্জন করতে হবে। তাদের অধিকার ও আইনী সহায়তায় তাদের পাশে দাঁড়াতে হবে। সরকারের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এসব জনবান্ধব কার্যক্রমের উপর সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা ও কর্মচারীদের সফলতা অর্জন করতে হবে। এজন্য প্রশিক্ষণ গ্রহণে আন্তরিকতা অপরিহার্য। সুবিধা বঞ্চিত মানুষের সাথে সদাচরণ করতে হবে। এজন্য সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা ও কর্মচারীদের ভাল অফিসারের পাশাপাশি ভাল মানুষ হতে হবে। তিনি বলেন, ১৯৫৫ সালে মুহাজিরদের সেবার জন্য এই কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে এই কার্যক্রম জনবান্ধব উন্নয়নমুখী হয়েছে। তিনি বলেন সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও ক্ষমতায়নে সমাজসেবা অধিদফতরের বিভিন্ন উন্নয়নমুখী সেবাধর্মী কার্যক্রমের ভূমিকা অপরিসীম।
তিনি ০৩ আগস্ট শনিবার সকাল ১০টায় সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বাগবাড়িস্থ আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্র মিলনায়তনে সিলেট বিভাগের প্রবেশন ও সমমান অফিসারদের ২দিন ব্যাপী প্রবেশন এন্ড আফটার কেয়ার কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশের সভাপতিত্বে এবং প্রবেশন অফিসার ও কর্মশালার কোর্স সমন্বয়কারী তমির হোসেন চৌধুরীর সঞ্চালনায় শুরুতে কর্মশালার বিভিন্ন দিক নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ।
বক্তব্য রাখেন- সিলেট আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্রের অধ্যক্ষ মোঃ মাহবুব-উল-আলম খাসনবীশ। পরে সমাজসেবা কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে দিনব্যাপী কর্মশালায় সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রফিক ও সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশের সঞ্চালনায় বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
কর্মশালায় সিলেট আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্রের অধ্যক্ষ মোঃ মাহবুব-উল-আলম খাসনবীশ,সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন,রেজিস্ট্রেশন অফিসার মো.আবু ইউসুফ,জৈন্তাপুর উপজেলা সমাজসেবা অফিসার এ কে আজাদ ভূঁইয়া,সিলেট আদালতের প্রবেশন অফিসার তমির হোসেন চৌধুরী সিলেট শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোহাম্মদ রফিকুল হক, সিলেট সদর উপজেলা সমাজসেবা অফিসার ফারহানা নাসরিন,দক্ষিণ সুরমা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুল মুন্তাকিম,গোলাপগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার নূরুল হক, বালাগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক,ফেঞ্চুগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার আবু সাঈদ মিয়া,সরকারী শিশু পরিবার (বালিকা) রায় নগর এর উপ তত্ত্বাবধায়ক জাহানারা বেগম, বাগবাড়ী শিশু পরিবার(বালক)এর উপ তত্ত্বাবধায়ক জয়তি দত্তসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।