বিশ্বনাথে নবাগত ওসি’র সাংবাদিকদের সাথে মতবিনিময়
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:১২:১৩,অপরাহ্ন ০৪ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪০৬ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ নবাগত ওসি’র মোঃ শামীম মুসা। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় নিজ কার্যালয়ে এ মতবিনিময়কালে তিনি উপজেলায় অপরাধ দমনে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় অতীতের ন্যায় পুলিশের সকল ভাল কাজে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সাংবাদিকরা।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- থানার বিদায়ী পুলিশ পরিদর্শক মোহাম্মদ দুলাল আকন্দ, এসআই দেবাশীষ শর্মা, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন, আবুল কাশেম, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সদস্য আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক আশিক আলী, রুহেল উদ্দিন, কামাল মুন্না, মোহাম্মদ নুরুল ইসলাম, ফজল খান ও বদরুল ইসলাম মহসিন অসিত রঞ্জন দেব, আক্তার আহমদ সাহেদ,।
উল্লেখ্য, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামছুদ্দোহা পিপিএম সিলেটের কানাইঘাট থানায় বদলী হয়ে চলে গেলে বিশ্বনাথ থানার নতুন অফিসার ইনচার্জ হিসাবে মোঃ শামীম মুসা ২ জুলাই শুক্রবার বিকেলে যোগদান করেন। কুষ্টিয়া জেলার সদর নিবাসী মোঃ শামীম মুসা ১৯৮৮ সালে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে অধ্যয়ন শেষ করে ১৯৯১ সালে এসআই হিসেবে যোগদান করেন পুলিশে। এরপর ২০০৫ সালে ওসি পদে পদোন্নতি পেয়ে বিভিন্ন থাকায় দায়িত্ব পালন করেন। বিবাহিত জীবনে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।