সাপ্লাই থেকে ইয়াবাসহ যুবক ও নারী আটক

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৮:৩৫:৪৩,অপরাহ্ন ০৪ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৭৫ বার পঠিতসিলেট নগরীর বিমানবন্দর থানাধীন ইলেকট্রিক সাপ্লাইস্থ পিডিবি অফিসের বিপরীতে আম্বরখানা-শাহীদ ঈদগাহ সড়ক থেকে ইয়াবাসহ এক যুবক ও এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত ১১টার দিকে ১১০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জের দিরাই থানার ধীতপুরের গোলজার মিয়ার স্ত্রী জাহানারা বেগম (৩২) ও সিলেটের বিমানবন্দর থানাধীন কালাইউড়া গ্রামের আলী আকবরের ছেলে মো. সুমন (২৩)। এ দুজনই বর্তমানে সিলেট নগরীর টিবি গেইটস্থ আনিছ মিয়ার বাসার ভাড়াটিয়া ছিলেন। সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩৩ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় আজ রবিবার মামলা দায়ের করা হয়েছে।