লামাবাজার সৈনিক ক্লাব থেকে ১৬ জুয়াড়ী আটক
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৪:২৯:৩১,অপরাহ্ন ০৫ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৯৭ বার পঠিত
সিলেট নগরীর লামাবাজার এলাকার মদন মোহন কলেজ সংলগ্ন প্রাক্তন সৈনিক ক্লাব থেকে জুয়া খেলারত অবস্থায় ১৬ জুয়াড়ীকে আটক করেছে র্যাব-৯। রবিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি ওবাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হচ্ছে, সুনামগঞ্জের ছাতক উপজেলার পীরপুরের মৃত আব্দুল জব্বারের ছেলে মো. নাসির উদ্দিন (৩০), সিলেট নগরীর সুবহানীঘাট এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. আলী জিন্নাহ (৪৭), শেখঘাট এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে মো. বাবুল মিয়া (৪৫), পশ্চিম পীর মহল্লা এলাকার আব্দুল খালিকের ছেলে রফিক আহম্মদ (৩৮), দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার মৃত ছিদ্দিক উল্লাহর ছেলে বাদশা মিয়া (৫৫), নগরীর জালালী এলাকার মৃত ওসমান মিয়ার ছেলে ছালেক আহমেদ (৪৫), শেখঘাট এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে জুবেল আহম্মদ (৫০), জালালাবাদ থানাধীন মুইয়ারচড় এলাকার মৃত খোরশেদ আলীর ছেলে আকবর হোসেন (৪২), কাজীর বাজার এলাকার বোলু মিয়ার ছেলে সাজীদ মিয়া (৩৫), সুনামগঞ্জের ছাতক উপজেলার মৌলবিরগাওয়ের মৃত রহমত আলীর ছেলে মো. সোয়েব আহম্মদ (৪০), সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগদীসপুরের মৃত ইয়াকুত আলীর ছেলে সমীর উদ্দিন (৩২), জালালাবাদ থানাধীন পূর্ব জাঙ্গাইল এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৯), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ইদোনপুরের মৃত তারু মিয়ার ছেলে আব্দুল শহীদ (৪৫), শেখঘাট কলাপাড়া এলাকার মো. নুরুল ইসলামের ছেলে মো. আব্দুর রশিদ (৩২), সুনামগঞ্জের ছাতক উপজেলার রাজারগাওয়ের মৃত আহম্মদ আলীর ছেলে মো. ফরিদ (৩৫) ও সুনামগঞ্জের ছাতক উপজেলার পীরপুরের মৃত ওহাব আলীর ছেলে জয়নাল আবেদীন (৪৪)।
তাদের কাছ থেকে নগদ নগদ ১ লাখ ১৯ হাজার ২৩০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করে র্যাব। আককৃত আসামীদেরকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান।