লালা বাজারে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবতিসহ ৪জন আহত,আটক ১
দক্ষিণ সুরমা প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১:৩৫:৩৮,অপরাহ্ন ০৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৭৪৫ বার পঠিতদক্ষিণ সুরমা লালাবাজার পশ্চিম ভাগে ভূমি বিরোধ নিয়ে আদালতে সাক্ষী দেয়ার জের ধরে বসত বাড়িতে প্রতিপক্ষের হামলায় এক প্রতিবন্ধী যুবতীসহ ৪জন আহত হওয়ার ঘটনায় রোববার দুপুর ১২টায় লালা বাজারে অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় ৪নং আসামী লালাবাজার পশ্চিম ভাগের মদরিছ আলীর পুত্র আলী হোসেনকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। অভিযানে নেতৃত্বদেন দক্ষিণ সুরমা থানার এসআই মামলার তদন্তকারী কর্মকর্তা এমএ জলিল।
জানা যায় বৃহস্পতিবার সকালে সিলেট জেলা জজ আদালতে একটি দেওয়ানী মামলায় হাজির হয়ে সাক্ষী দিতে আসেন লালাবাজার পশ্চিম ভাগের সুলাইমান আলী । সাক্ষী দেয়ার জের ধরে ঐ দিন বিকালে বাড়িতে গেলে প্রতিপক্ষ তিনি এবং তার পরিবারের অন্যান্যদের উপর হামলা চালায় । এতে এক প্রতিবন্ধী যুবতীসহ ৪জন আহত হয়।
ঘটনার পর সরেজমিনে এলাকাবাসীর কাছ থেকে জানাযায়, দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের পশ্চিভাগ গ্রামের মৃত মদরিছ আলীর পুত্র বাবুল আহমদ, হেলাল আহমদ, আবুল আহমদ,আলী হোসেন পাশ্বর্বতী বাড়ীর মৃত আজত উল্লাহ ও সুরুত আলীর সাথে ভূমি বিরোধ নিয়ে আদালতে মামলা চলছিল। এই মামলায় আদালতে সাক্ষী দেয়ার জের ধরে প্রতিপক্ষ তার নিজ বসত ভিটায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় আহত ফারুক আহমদ ( ৪৫) তার প্রতিবন্ধী কন্যা তামান্না বেগম (২১)সুলাইমান (৫০)সুরুত আলী (৪৮) আহত হন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪তলায় সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়। প্রতিবন্ধী তামান্না বেগম (২১)কে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪তলায় ৬নং ওয়ার্ডের এক্সট্্রা-১২ নং বেডে ভর্তি করাহয়।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় লিখিত অভিযোগ করা হয়। দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এব্যাপারে মো.ছুরত আলী বাদী হয়ে ১১জনকে আসামী করে গত শনিবার দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ নূরুল আলম মামলাটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে দক্ষিণ সুরমা থানার এসআই মামলার তদন্তকারী কর্মকর্তা এমএ জলিল একজন আসামীকে পুলিশ গ্রেফতার করেন।