গোলাপগঞ্জে উদ্বোধনের অপেক্ষায় বঙ্গবন্ধুর দৃষ্টিনন্দন ম্যুরাল
সুলতান আবু নাসের, গোলাপগঞ্জ
প্রকাশিত হয়েছে : ১:৪৩:২২,অপরাহ্ন ০৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৯০৮ বার পঠিত
গোলাপগঞ্জে উদ্বোধনের অপক্ষোয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টিনন্দন ম্যুরাল। জাতির জনকের প্রথম স্থায়ী ম্যুরাল নির্মিত হওয়ায় উচ্ছাসিত উপজেলাবাসী। উপজেলা পরিষদ প্রাঙ্গণের সামনে নির্মিত ম্যুরালটি আগামী ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসকে সামনে রেখে ৬ই আগস্ট উদ্বোধন হতে যাচ্ছে । জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ম্যুরালটির উদ্বোধন করার কথা রয়েছে। জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় ম্যুরালটির কাজ প্রায় দুই মাস আগে শুরু হয়। টানা ২মাস কাজ শেষে ম্যুরালটির কাজ বর্তমানে শেষ পর্যায়ে। বাকি শুধু টাইলস লাগানোর। ৯.৫ইঞ্চি উচ্চতার এবং ৭.৮ইঞ্চি প্রস্থের ম্যুরালটি টিআর প্রকল্প এবং উপজেলা প্রশাসনের অর্থায়নে নির্মিত হয়েছে। এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন প্রসঙ্গে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান বলেন, ম্যুরাল নির্মাণ ও উদ্বোধন হতে যাচ্ছে শুনে আমরা খুবই আনন্দিত। এই সুন্দর উদ্যোগ গ্রহণের জন্য আমাদের মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান বলেন, আমাদেরকে ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে অস্থায়ীভাবে জাতির জনকের প্রতিকৃতি বানিয়ে পুষ্পস্তবক অর্পণ করতে হতো। যেহেতু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল দলমতের উর্দ্ধে। তাই স্থায়ীভাবে উপজেলা পরিষদ ভবনের সামনে জাতির জনকের একটি ম্যূরাল স্থাপনের উদ্যোগ গ্রহন করি।