প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নে ৩৯০টি পরিবারের চাল বিতরন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:২৭:৪৯,অপরাহ্ন ০৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৭৯ বার পঠিত
আনহার বিন সাইদঃ ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সিলেটের বিশ্বনাথে উপজেলার রামপাশা ৩৯০টি পরিবারের মধ্যে জনপ্রতি ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গনে মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে যখনই সরকার গঠিত হয়েছে, তখনই দেশের সর্বস্তরের মানুষ নিজেদের প্রাপ্য অধিকার পেয়েছেন। আওয়ামী লীগের নেতৃত্বের প্রতি মানুষের আস্থা বেশি, তাই আওয়ামী লীগের কাছে মানুষের চাওয়া-পাওয়াও বেশি। আর এজন্যই দেশবাসীও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীদেরকে বিজয়ী করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’কে বার বার প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন।
রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরব শাহ’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমির আলীর চেয়ারম্যান, মকদ্দছ আলী, সাবেক ছাত্রনেতা আবদুল আলীম রুকন।
এসময় এলাকার মুরব্বী পীর জিতু মিয়া, রকন মিয়া, উপজেলা যুবলীগ নেতা আবদুল হক, জাবেদ মিয়া, ইকবাল হোসেন, শহিদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক আওয়ামী লীগ নেতা রফিজ আলী, শানুর আহমদ জয়দু, রামপাশা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাদ নূর মাস্টার, রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মুকিদ সুমন, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমদ, , অর্থ সম্পাদক সেলিম আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া, মাহফুজুর রহমান দুলু, অর্থ সম্পাদক দুদু মিয়া, ছাত্রলীগ নেতা শিপন মিয়া মারুফ আহমদও ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।