আটটি মোটরসাইকেল মালিকের সন্ধান চায় সিলেট পুলিশ!
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০:২৪:৪৯,অপরাহ্ন ০৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৮৩ বার পঠিত
সিলেট নগরীর বিমানবন্দর থানা এলাকায় বিভিন্ন সময়ে জব্দ হওয়া আটটি মোটর সাইকেলের প্রকৃত মালিকের সন্ধান চায় পুলিশ।
সোমবার (৫ আগস্ট) মহানগর পুলিশের অতিরিক্ত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মোটরসাইকেল আটটির প্রকৃত মালিক মালিকানা দাবী প্রমাণে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
মোটর সাইকেলগুলো হলো- একটি লাল রংয়ের Dayang মোটরসাইকেল যাহার রেজিস্ট্রেশন নাম্বার সিলেট হ ১২-৫৫৩৫, চেসিস নাম্বার LATPCGZY-762133693 ইঞ্জিন নাম্বার vi DY15OFMC2A-63579327, একটি কালো রংয়ের ১৫০সিসির পালসার মোটরসাইকেল যাহার রেজিস্ট্রেশন বিহীন, চেসিস নাম্বার DJVBJF24269 (অস্পষ্ট) ইঞ্জিন নাম্বার DJGR A অস্পষ্ট 4174, একটি লাল রংয়ের রেজিস্ট্রেশন বিহীন ইয়ামা মোটরসাইকেল চেসিস নাম্বার Y3008 (অস্পষ্ট)081 ইঞ্জিন নাম্বার 29 (অস্পষ্ট) 02028K ভাঙ্গা ও পুরাতন, একটি কালো রংয়ের ইয়ামা মোটরসাইকেল যাহার চেসিস নং অস্পষ্ট ইঞ্জিন নাম্বার 5TX000019, একটি লাল রংয়ের ১৫০সিসির পালসার মোটরসাইকেল যাহা রেজিস্ট্রেশন বিহীন, চেসিস নাম্বার (অস্পষ্ট)K152155, ইঞ্জিন নাম্বার LK157EMI050187339, একটি কালো টিভিএস মেট্রো রেজিস্ট্রেশন বিহীন যাহার চেসিস নং MD675MF15AK09921, ইঞ্জিন নাম্বার CF5KA153Y723, একটি কালো রংয়ের ডিসকভার মোটরসাইকেল যাহার নাম্বার প্লেটে কাস্টম জিআর ১৭/১০ লেখা রয়েছে, চেসিস নং MD2DSJSZZ2WA90410 ইঞ্জিন নাম্বার NMGNMBT36N32, একটি কালো রংয়ের হাঙ্ক হিরো হোন্ডা মোটরসাইকেল যাহার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ল ১৯-০৩৬২, চেসিস নাম্বার MBLKC13EBC10L ইঞ্জিন নাম্বার (অস্পষ্ট)।