আয়কর আইনজীবী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০:৫৯:৩৭,অপরাহ্ন ০৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৭৪ বার পঠিতসিলেট বিভাগ আয়কর আইনজীবী কল্যাণ পরিষদ এর সাধারণ সভা ও দ্বি-বার্ষিক সম্মেলন গত ৩ আগস্ট শনিবার রাতে নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক প্রবীন আয়কর আইনজীবী মোঃ হাসনু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় দ্বি-বার্ষিক সম্মেলন। দ্বি-বার্ষিক সম্মেলনে ২০১৯-২০২১ সাল পর্যন্ত ২৫ সদস্য বিশিষ্ট সিলেট বিভাগ আয়কর আইনজীবী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির দায়িত্বশীল আয়কর আইনজীবীগণ হচ্ছেন- সভাপতি অধ্যাপক এম. শফিকুর রহমান, সহ সভাপতি খায়রুল ইসলাম চৌধুরী, সিরাজুল হোসেন আহমদ. সাধারণ সম্পাদক মোঃ হাসনু চৌধুরী, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম ও জহিরুল ইসলাম রিপন, অর্থ সম্পাদক মোঃ মাজহারুল হক লিটন, সহ অর্থ সম্পাদক হেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক ইফতিয়াক হোসেন মঞ্জু, দপ্তর সম্পাদক মোঃ জাহান জেব জিন্নাহ, সহ দপ্তর সম্পাদক আসাদুর রহমান তারেক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কবীন্দ্র কুমার পাল, তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কামাল আহমদ, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক স্বপন কুমার দেব, আইন সহায়ক সম্পাদক খায়রুল আলম, কার্যনির্বাহী সদস্য ইকবাল আহমদ চৌধুরী, রঞ্জুমনি ধর, মোঃ সাইদুর রহমান (১), সৈয়দ আব্দুল হামিদ, দেব দুলাল চৌধুরী, নিজাম উদ্দিন খান, মিন্টু চন্দ্র রায়, মোঃ নাইমুল ইসলাম, মোহাম্মদ সাইদুর রহমান (২)।
সম্মেলনে অবসরপ্রাপ্ত কর কমিশনার আয়কর আইনজীবী হায়দর খান, আয়কর আইনজীবী আবিদ আলী চৌধুরী, আয়কর আইনজীবী সোলেমান হোসেন খান, আয়কর আইনজীবী আলহাজ¦ রফিকুল হক ও আয়কর আইনজীবী মোঃ বাহাউদ্দিন বাহারকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তি