গোলাপগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করলেন জেলা প্রশাসক

গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১১:০৫:০৪,অপরাহ্ন ০৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৮২ বার পঠিতগোলাপগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রাঙ্গনে নির্মিত ম্যুরাল সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ফিতা কেটে উদ্বোধন করেন। তিনি এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন সিলেট জেলার উপজেলা পর্যায়ে গোলাপগঞ্জ উপজেলা প্রাঙ্গণে প্রথম ম্যুরাল নির্মিত হলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দৃষ্টিনন্দন ম্যুরাল শোকাবহ আগষ্টে উদ্বোধন করতে পারায় তিনি নিজেকে ধন্য মনে করেন বলে মতামত ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়াম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জি, কৃষি কর্মকর্তা খায়রুল আমিন, মাধমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার আলহাজ্ব শফিকুর রহমান, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম, সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, সহ সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, সাংবাদিক হারিছ আলী, আব্দুল আহাদ, খালেদ হোসেন, সুলতান আবু নাসের, সাকিব আল মামুন, জয় রায় হিমেল, হাবিবুর রহমান পাপ্পু প্রমুখ।