দক্ষিণ সুরমা থেকে ১২ জুয়াড়ি আটক

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১:২৬:২৩,অপরাহ্ন ০৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৯৩ বার পঠিতদক্ষিণ সুরমা থেকে জুয়ার সরঞ্জামাদিসহ ১২ জনকে আটক করেছে র্যাব-৯। সোমবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮ টায় নগরীর ক্বিন ব্রিজ সংলগ্ন চাঁদনী ঘাট মাছ বাজারের পিছনে মিজানের রিকশা গ্যারেজের ভিতরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে র্যাব-৯, সিলেটের (মিডিয়া অফিসার) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান সাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, দক্ষিণ সুরমার পুলেরমুখ এলাকার মৃত ইব্রাহীমের ছেলে ইসমাইল হোসেন (৩৫), দক্ষিণ সুরমার সামাদ দাইল এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে কাওছার মিয়া (৪২), দক্ষিণ সুরমার ভূঁইয়া পাম্প এলাকার আবদুল মান্নানের ছেলে সাইফুল ইসলাম (২৬), দক্ষিণ সুরমার মঞ্জু শাহার মাজার এলাকার মৃত উসমান মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৩০), দক্ষিণ সুরমার শ্রীরামপুর এলাকার শফিক মিয়ার ছেলে মো. কাওছার আহম্মদ (১৯), দক্ষিণ সুরমার কদমতলী এলাকার মো. আবদুল গণির ছেলে বাবুল মিয়া (২৬)।
এ ছাড়াও সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার শাহজালাল মাজার এলাকার মোখলেছ মিয়ার ছেলে আরজু মিয়া (২৫), দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকার কমেন্দ্রপালের ছেলে জিতেন্দ্র পাল (৪৮), একই এলাকার আক্তার হোসেনের ছেলে সালেহ আহম্মদ (৩৮), দক্ষিণ সুরমার ঝালপাড়া এলাকার ফালান মিয়ার ছেলে আলিকুল ইসলাম (২১), দক্ষিণ সুরমার দক্ষিণ ভার্তখলা এলাকার আবদুল মতিনের ছেলে শাহেদ মিয়া (২৮) এবং দক্ষিণ সুরমার সাধুর বাজার এলাকার আবুল কাশেম মুক্তারের ছেলে আরশাদ মুক্তার (১৮)।
এদিকে আটককৃতদের জুয়ার সরঞ্জামাদিসহ সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।