খাদিমনগর থেকে ২৮০ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১০:০৭:১৯,অপরাহ্ন ০৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৭৭ বার পঠিতখাদিমনগর এলাকা থেকে ২৮০ বোতল ফেনসিডিলসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। গত মঙ্গলবার রাত ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ৩নং খাদিমনগরের ইউনিয়নের অন্তর্গত মংলিপাড়ের বাসিন্দা মো. কদমদ আলীর পুত্র মো. জালাল উদ্দিন (৩০)কে তার নিজ বাসভবন থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এসময় ৩টি পৃথক বড় প্লাস্টিকের কন্টিনারের মধ্য থেকে ইনটেক মোট ২৮০ টি ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। জব্দকৃত প্রতিটি বোতলের ওজন ১০০মিঃলিঃ যার আনুমানিক বাজার মূল্য ১ হাজার টাকা।
গ্রেফতারকৃত জালাল উদ্দিনের বিরুদ্ধে এর আগেও মাদক মামলা থাকায় সে বহুদিন পলাতক ছিল। এ ব্যাপারে বুধবার (৭ আগস্ট) আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়।