প্রতিদিনই ওসমানীতে বাড়ছে ডেংগু রোগীর সংখ্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১০:১১:১৬,অপরাহ্ন ০৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৭৮ বার পঠিতপ্রতিদিনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে ডেংগু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় সিলেট ওসমানী হাসপাতালে আরো ২১ জন ডেংগু রোগী ভর্তি হয়েছেন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। বর্তমানে হাসপাতালে আরো ৫২ জন ডেংগুরোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৪২ জন পুরুষ, ২ জন মহিলা ও ৮ জন শিশু।
হাসপাতাল সুত্র জানিয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করে ওসমানীতে ডেংগু আক্রান্ত হয়ে ভর্তি হওয়াদের মধ্যে ১৮ জন পুরুষ, ১ জন মহিলা ও ২ জন শিশু। আর এই ২৪ ঘন্টায় হাসপাতাল ছেড়েছেন ১৪ জন। ফলে মঙ্গলবার হাসপাতালে ৪৫ জন রোগী চিকিৎসাধীন থাকলেও বুধবার (৭ আগস্ট) আছেন ৫২ জন। গত ৫ আগস্ট হাসপাতালে ডেংগু আক্রান্ত হয়ে ভর্তি হন ২২ জন আর ছেড়ে যান ১১ জন। আর মঙ্গলবার ৬ আগস্ট ভর্তি হন ১৪ জন আর ছেড়ে যান ১৬ জন। গত ৭ জুলাই থেকে শুরু করে এখন পর্যন্ত ১৬৬ জন ডেংগুরোগী ওসমানী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।