কাশ্মীরের জনগণের মতামতের ভিত্তিতেই সেখানকার সমস্যার সমাধান করতে হবে
কাশ্মীরে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সিলেটে জমিয়তের বিক্ষোভ মিছিল ও পথ সভা

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:২৩:২০,অপরাহ্ন ০৮ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪১৪ বার পঠিত
উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার কর্তৃক ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্তি ও কাশ্মীরে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সিলেট মহানগর জমিয়ত,৮ আগস্ট বৃহস্পতিবার বিকেলে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মহানগর জমিয়তে ইসলামের সহ সভাপতি প্রিন্সিপাল মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক সরকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব জননেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরী বলেন, ১৯৪৭ সালে জম্মু-কাশ্মীরকে ভারত সরকার কর্তৃক প্রদত্ত সনদ এবং সংবিধানের ৩৭০ ধারার মাধ্যমে তাদের একটা স্বতন্ত্র এবং স্বায়ত্তশাসন ছিল, হিন্দুত্ববাদি বিজেপি সরকার গায়ের জোরে অস্ত্রের মুখে এই সংবিধান সংশোধনের মাধ্যমে কাশ্মীরী মুসলমানের সে অধিকার কেড়ে নেয়।
তিনি আরো বলেন, ১৯৪৮ সালে জাতিসংঘের প্রস্তাবনায় স্পষ্ট বলা হয়েছে যে, কাশ্মীরের জনগণের মতামতের ভিত্তিতেই সেখানকার সমস্যার সমাধান করতে হবে। অথচ ভারত জাতিসংঘের এই প্রস্তাবকে লঙ্ঘন করে পুরো কাশ্মীরকে জুলুমের রাজ্যে পরিণত করেছে। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও কাশ্মীরের স্বাধীনতা ফিরিয়ে আনতে বিশ্ব মুসলিম সম্প্রদায় ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবে। কাশ্মীরের মুসলমানদেরকে ঘিরে সকল অন্যায় ও দমনপীড়নমূলক পদক্ষেপ থেকে বিরত থেকে কাশ্মীরী জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জোর দাবী জানান।
প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর শাখার সহ সভাপতি মুফতি আলতাফুর রহমান, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও সিলেট জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, মাও: খায়রুজ্জামান, মাও: শেখ মুজিবুর রহমান, ছাত্রনেতা এম. বেলাল আহমদ চৌধুরী, মাও: ছিফত উল্লাহ, হাফিজ তামীম চৌধুরী, মাও: আলবাব চৌধুরী, মাও: হেলাল আহমদ, মাও: কায়সান মাহমুদ, মাও: আব্দুল হাই আল হাদী, মাও: জাফর ইকবাল, মাও: মাহমুদ, মীম সালমান, দেলোয়ার হোসেন ইমরান, হাফিজ ইব্রাহিম খলিল, হাফিজ আব্দুল্লাহ, হাফিজ ইলিয়াছ আহমদ, হাফিজ মোয়াফিজুল ইসলাম সাকিব, হাফিজ মাহমুদ প্রমুখ।