আবারও নগরীতে সিসিকের মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০:১৮:৩১,অপরাহ্ন ০৮ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৫৮ বার পঠিতসিলেট নগরীতে আবারও মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে নগরবাসী ও নগরের ব্যবসায়ীদের সর্তক ও পরিস্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন করে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যেমে নগরীকে পরিস্কার পরিচ্ছন্ন করবো, এজন্য প্রতিটি নাগরিকের সহযোগিতা প্রয়োজন। সবার সহযোগিতা পেলেই আমরা গড়তে পারবো পরিচ্ছন্ন নগরী।
তিনি বলেন, নিজের বাসা-বাড়ি যেমন ঝকঝকে রাখেন, তেমননি নগরকেও ঝকঝকে রাখতে হবে। যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা যাবে না। নির্ধারিত স্থানে ও ডাস্টবিনে ময়লা-আবর্জনা সংরক্ষণ করতে হবে। সিটি কর্পোরেশনের কর্মচারীরা এসে সেসব ময়লা-আবর্জনা নিয়ে যাবে।
সিসিকের নাগরিকদের উদ্দেশে মেয়র বলেন, বাড়ির আশেপাশে কোথাও ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখলে আমাদের চালু করা হটলাইনে আপনারা কল দিয়ে জানাবেন। তাহলে আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা দ্রুত সেখানে পৌঁছে পরিষ্কার করে দেবে। বর্জ্য অপসারণে নগরবাসীর জন্য বর্জ্য ব্যবস্থাপনা শাখায় যোগাযোগ করতেও বলেন তিনি।
তিনি বলেন, ইতিমধ্যে কোরবানীর পশুর হাট তদারকি করতে চারটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা নগরীর প্রতিটি পশুর হাট তদারকি করবেন। তিনি বলেন, পশুর হাটে রোগাক্রান্ত পশু বিক্রি করা যাবে না। রোগাক্রান্ত পশু বিক্রি করলে তাৎক্ষনিক পশু জব্দ সহ বিক্রেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে নগর ভবন থেকে বের হওয়া বর্ণাঢ্য র্যালি নগরীর কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, চৌহাট্টা হয়ে আবুসিনা ছাত্রাবাস, সদর হাসপাতাল এলাকায় গিয়ে শেষ হয়। এখানে ফগার মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রম শুরু করেন। পরে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে সিলেট এমএজি ওসমানী হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী ও চিকিৎসকদের সাথে কথা বলেন। এসময় তিনি সিসিকের পক্ষ থেকে ডেঙ্গু রোগের ঔষধ ক্রয়ের জন্য নগদ এক লাখ টাকা প্রদান করেন। পরে মেয়র হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশ ঘুরে দেখেন।
মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান প্রচারণার বিষয়ের মধ্যে রয়েছে, ‘মশার বংশবিস্তার রোধে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলুন’, ‘পথচারীরা রাস্তা ও ফুটপাত পরিষ্কার রাখার জন্য ওয়েস্ট ভিন ব্যবহার করুন’, ‘কুরবানী পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলুন’, ‘বাড়ি-ঘর রঙ করুন’ এবং ‘সুন্দর পরিবেশ গড়ে তুলুন, নিজে ভালো থাকুন এবং অপরকেও ভালো থাকতে উৎসাহিত করুন’। ‘আসুন আমরা সবাই মিলে স্বাস্থ্য সম্মত সুন্দর ও পরিচ্ছন্ন ঢাকা শহরকে সাজাই।’
র্যালিতে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সিলেটের সিভিল সার্জন ডা: হিমাংশু লাল রায়, কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, মহিলা কাউন্সিলর নাজনীন আক্তার কনা, শাহানারা বেগম শানু, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন, এসএমপি পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. ইসমাইল মিয়া, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, আব্দুল আজিজ, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান, কর কর্মকর্তা রমিজ উদ্দিন, এসেসর চন্দন দাশ, ইউএনডিপি’র কর্মকর্তা, সিডিসি নেত্রীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নাগরিকরা অংশগ্রহণ করেন।