কাশ্মীর নিয়ে মুসলিম সম্প্রদায়কে কটাক্ষকরে হিন্দু যুবকের ফেসবুকে স্ট্যাটাস অতপর ক্ষমা প্রার্থনা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:৩৭:১৮,অপরাহ্ন ০৯ আগস্ট ২০১৯ | সংবাদটি ২৮৫৮ বার পঠিত
বালাগঞ্জে কাশ্মীর নিয়ে মুসলিম সম্প্রদায়কে কটাক্ষকরে হিন্দু যুবকের ফেসবুকে স্ট্যাটাস অতপর ক্ষমা প্রার্থনা!
বালাগঞ্জ প্রতিনিধিঃ কাশ্মীরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্ব সহ মানবতাবাদীরা যখন সোচ্চার ঠিক সেই মুহুর্তে বালাগঞ্জ এক হিন্দু যুবকের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কাশ্মীর নিয়ে মুসলিম সম্প্রদায়কে কটাক্ষকরে গত ৮ আগস্ট একটা স্টাটাস দেন। স্টাটাসের পর থেকে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেয়ার পর তার দেয়া স্ট্যাটাস ডিলেট করে দেয়। যার পরিপ্রেক্ষিতে অবস্তা বেগিত দেখে তার ভুল বুঝতে পেরে পরে ক্ষমা প্রার্থনা করে একটি স্ট্যাটাস দেয়। এব্যাপারে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক চাপা ক্ষোভ বিরাজ করছে।
অনেক সামাজিক যোগাযোগ ফেসবুকে তার স্টাটাস এর বিরূদ্ধে প্রতিবাদ করেছেন।
সে বালাগঞ্জ উপজেলা সদরের
পুর্ব বাজারে লক্ষন যাদবের ছেলে কার্তিক যাদব জীত।
তার দেয়া স্ট্যাটাস হুবুহু তুলে ধরা হল.. “কাশ্মীর এর জন্য যারা জীবন দিতে রাজি তারা দয়া করে একটু গরুর হাটে যান মূল্যে বাড়বে”
ক্ষামা প্রার্থনা করে তার দেয়া স্ট্যাটাস –
“ভুল মানুষ মাত্র হয়ে থাকে। আমি আমার পোষ্টের জন্য আন্তরিক ভাবে ক্ষমা প্রাথী সবার কাছে”