কাস্টমস এর এডিস মশার বিস্তার রোধ ও ডেঙ্গু সচেতনতা র্যালী

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:১৫:৫৫,অপরাহ্ন ০৯ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪০৮ বার পঠিত
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট,সিলেট এর উদ্যোগে সিলেটসহ দেশ ব্যাপী চলমান এডিস মশার বিস্তার রোধ ও ডেঙ্গু সচেতনতা পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচীর অংশ হিসেবে ৯ আগষ্ট বৃহস্পতিবার নগরীর মেন্দিবাগস্থ কাস্টমস কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। এর পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ সরকারি অফিসের আশপাশে মশক নিধন ও পরিস্কার পরিচন্নতা পরিচালনা করা হয়।
পরিচ্ছন্নতা কর্মসূচি ও র্যালীর উদ্বোধন করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট এর কমিশনার গোলাম মো.মুনীর।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আমাদের চারপাশ পরিচ্ছন্ন রাখার দ্বায়িত্ব আমাদের সকলের। আমাদের চারপাশে ময়রা-আবর্জনা জমতে না দিলে এডিস মশা বিস্তার রোধ করা অনেকটা সহজ হবে। বাড়ির আশপাশে কোন পানির পাত্র জমে থাকা বা ভাজে কাপড় অথবা খাঠের নিচে এডিস মশা বংশ বিস্তার করে।
তাই এসব জায়গা পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নিয়মিত এ্যারোসোল স্প্রে ব্যবহার করলে অনেকটা ডেঙ্গু রোধ প্রতিরোধ করা সহজ হবে।
মশক নিধন ও পরিষ্কার পরিচন্নতা কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সফিউর রহমান,আবগারী ও ভ্যাট বিভাগ সিলেটের বিভাগীয় কর্মকর্তা আহমেদুর রেজা চৌধুরী। কর্মসূচিতে অংশগ্রহন করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট,সিলেটের সর্বস্থরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।-বিজ্ঞপ্তি