আলহাজ্ব ক্বারী জহুর উদ্দিন (রহ.) ফাউন্ডেশন’র ঈদ উপহার বিতরণ
বিশ্বনাথ প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ১০:৩৬:২৬,অপরাহ্ন ০৯ আগস্ট ২০১৯ | সংবাদটি ৬৫৭ বার পঠিত
সিলেটের বিশ্বনাথে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আলহাজ্ব ক্বারী মোহাম্মদ জহুর উদ্দিন (রহ.) ফাউন্ডেশন’র উদ্যোগে অসহায় দরিদ্রদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ৮ আগস্ট দুপুরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রায়পুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হুসাইন আহমদের বাড়ি আনুষ্ঠানিকভাবে এই ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানের স্থানীয় রায়পুর, নোয়ারাই, প্রতাবপুর,এওলারপাড়, মদনপুর, টিমাইঘর, কুমারপাড়া গ্রামের ৫৫জন নারী-পুরুষের মাঝে পাঞ্জাবী-বুরকা এবং প্রত্যেককে নগদ ৫শত টাকা করে বিতরণ করা হয়। মাওলানা মোবাশ্বির আলীর সভাপতিত্বে ও মুহিবুর রহমান মিলাদের পরিচালনায় ঈদ উপহার বিতরণী ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ডের সাবেক মেম্বার গয়াছ উদ্দিন ও অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবুল লেইছ ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রায়পুর জামে মসজিদের ইমাম পল্লী চিকিৎসক হানিফ আলী, মাওলানা আহমদ আলী, সমাজসেবক ইমাদ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন মানিক মিয়া। এসময় উপস্থিত ছিলেন- তেরাব আলী, তছলিম উদ্দিন, জবেদ আলী, রুহুল আমিন জুবায়ের আহমদ, প্রমুখ।