বন্যায় ক্ষতিগ্রস্থ ৩৬টি পরিবারের মধ্যে ত্রান করেছে রহমতে আলম (সা) ফাউন্ডেশন
বিশ্বনাথ থেকে আনহার বিন সাইদ:
প্রকাশিত হয়েছে : ১০:৪২:৪৭,অপরাহ্ন ০৯ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৮৪ বার পঠিতসিলেটের বিশ্বনাথের দশঘর ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্থ ৩৬টি পরিবারের মধ্যে ত্রান করেছে রহমতে আলম (সা) ফাউন্ডেশন। শুক্রবার সকালে উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামে এই ত্রাণ বিতরন করা হয়।
প্রবীন মুরব্বি হাজী রুসমত আলীর সভাপতিত্বে ও দশঘর ইউনিয়ন আঞ্জুমানে আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক আবদাল হোসেনের পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা হাবিবুর রহমান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা আঞ্জুমানে চান্দভরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিলু মিয়া, আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা আকমল হোসেন, সোলেমান আলী,
শুভেচ্ছা বক্তব্য রাখেন ৮নং ওয়ার্র্ড আঞ্জুমানে আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক এমদাদুল হক।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দশঘর ইউনিয়ন আঞ্জুমানে আল-ইসলাহ’র সহ-সভাপতি হাজী উস্তার আলী, আমিনুল ইসলাম নুনু, লেচু মিয়া, কিয়াছত আলী, ধুলাই বক্স, কয়েছ মিয়া, জাহেদ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে ইলিয়াস আলীকে সভাপতি ও এমদাদুল হককে সাধারণ সম্পাদক করে দশঘর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আঞ্জুমানে আল-ইসলাহ’র ১৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটি অন্যান্যরা হলেন- সহ-সভাপতি কিয়াছত আলী, নেওর মিয়া, লেচু মিয়া, দুলাল মিয়া, সহ-সাধারণ সম্পাদক মাছুম আহমদ, অর্থ-সম্পাদক শাহাব উদ্দিন, সম্পাদক রায়হান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক ফখরুল, আফিস সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-অফিস সম্পাদক সুহেল আহমদ, সাহিত্য সম্পাদক সুআলম, সহ-সাহিত্য সম্পাদক সাহাব উদ্দিন, প্রচার সম্পাদক জাহেদ আহমদ ও সহ-প্রচার সম্পাদক আস্সাদ মিয়া।