বিশ্বনাথের পীরের বাজারে শেষ মূর্হুতে কোরবানির পশুর হাট জমজমাট হয়ে উঠেছে
আনহার বিন সাইদ বিশ্বনাথ প্রতিনিদি:
প্রকাশিত হয়েছে : ৮:৩৭:৪১,অপরাহ্ন ১০ আগস্ট ২০১৯ | সংবাদটি ৫০০ বার পঠিত
বিশ্বনাথের পীরের বাজারে প্রাচীনতম পশুরহাট পীরের বাজারের শেষ হাট ছিল আজ। যে কারণে বাজারজুড়েই প্রচুর গরু ছাগল উঠেছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার দশঘর ইউনিয়নের ঐতিহ্যবাহি পীরের বাজারে অন্যদিনের তুলনায় আজ হাটে প্রচুর গরু ছাগল নিয়ে ব্যবসায়ী হাটে এসেছে। ক্রেতাদের উপচেপড়া ভীড় থাকলেও পশুরহাটে চড়া দামে বিক্রি হচ্ছে গরু, ছাগল। অনেকেই তাদের সার্মথন অনুয়ায়ী গরু কিংবা ছাগল কিনতে না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরছেন। আবারও কেউ কেউ ঈদের শেষ হাট অর্থাৎ রবিবার পর্যন্ত অপেক্ষা করছেন।
ক্রেতা বিক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা যায়, অন্য বছরের কোরবানির পশুর হাটের চেয়ে এবার একটু দেরিতে বেচাবিক্রি জমে উঠেছে। তবে এবারের হাটে গরু ছাগলের দাম অতিরিক্ত। যা এর আগে এতো চড়া দামে গরু ছাগল বিক্রি হয়নি। এবার একদম ছোট আকারের গরু বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৫৫ হাজার টাকায়। এধরনের আকারের ছোট গরু সাধারণত কেউ কোরবানি নিতে চান না। কিন্তু নিরূপায় হয়ে কেউ কেউ কিনছেন। তবে এ জাতের গরু ক্রয়ে প্রচন্ড অনিহা ক্রেতাদের। হাটে মাঝারি আকারের গরুর চাহিদা খুবই বেশি।আকারের গরু ৭০ হাজার থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একটু বড় আকারের গরু এক লাখ থেকে এক সর্বচ্চো দু থেকে তিন লাখ টাকা দামে বিক্রি হচ্ছে।
কোরবানির হাটে আসা রাজিব আহমদ এক ক্রেতা বলেন, হাটে গরু বেশি থাকলেও চাহিদা অনুয়ায়ী পাচ্ছিনা। এরমধ্যে অতিরিক্ত দাম। এখনও কিনা হয়নি। হাটে ঘুরছি।
আরেক ক্রেতা মুফতি নুর মোঃনিহাল, বলেন, ৮০ থেকে ৯০ হাজার টাকা মুল্যের সাইজের একটি গরুর মুল্যে। চাহিদা অনুয়ারী গরুই নেই। অনেকক্ষণ ঘুরে দেখেছি। শেষ পর্যন্ত ফিরে যাচ্ছি ঈদের শেষ হাট রবিবারে কিনবো।
হাটে আসা গরু ব্যবসায়ী মিয়া টাইম সিলেট এর প্রতিনিধিকে বলেন, হাটে দেশি গরুই বেশি। ক্রেতারা তাদের পছন্দ অনুয়ায়ী গরু কিনছেন। ন্যায্য মূল্যের গরু বিক্রি হচ্ছে বলে জানান তিনি।
পীরের বাজারের ইজারাদার নুরুল হুদা রাজিব টাইম সসিলেট প্রতিনিধিকে বলেন, প্রাচীনতম এই পীরের বাজারে কোরবানির হাটে পীরের বাজার ছাড়াও বিশ্বনাথ উপজেলা পাশ্ববর্তী জগ্গনাথ পুর উপজেলাসহ, সিলেটর আশপাশ অনেক অঞ্চল থেকে ক্রেতা বিক্রেতার গরু-ছাগল বেচাবিক্রির জন্য হাটে আসেন। অন্যান্য বছরের তুলনায় এবার গরু ও ছাগলের দাম বেশি। তবে ক্রেতারা তাদের চাহিদা অনুয়ারী গরু ছাগল কিনছেন।
দশঘর ইউনিয়নের পীরের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওঃমইনুল টাইম সিলেট প্রতিনিধিকে বলেন, ঐতিহ্যবাহী পীরের বাজারে আজ শেষ কোরবানির হাট বসে। দিনভর ক্রেতাদের উপস্থিতে মুখরিত হয়ে উঠে পুরো বাজার এলাকা।শান্তুিপূর্ণ পরিবেশে হাট সম্পন্ন হয়েছে।
বিশ্বনাথে স্থায়ী একটি পশুর হাট রয়েছে। এরমধ্যে বিশ্বনাথ বাজার একটি। অপর হাটটি হলো পীরের বাজার অস্থায়ী হাট রয়েছে কয়েকটি।
কোরবানির ঈদের শেষ মূর্হুতে পশুর হাটগুলো জমে উঠেছে।