একই ছাদের নিচে পুরো পরিবার
মোঃইসমাইল হুসাইন
প্রকাশিত হয়েছে : ১০:০৪:২৫,অপরাহ্ন ১০ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৯০ বার পঠিত
পোশাক দিচ্ছে স্মার্টেক্স-ডিসেন্টে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ, সবার জন্য মানসম্মত পোশাক দিচ্ছে দরগাগেইটস্থ মাল্টিব্র্যান্ড শপ স্মার্টেক্স-ডিসেন্ট। শাড়ী ছাড়া আর সবকিছুই মিলছে এই অভিজাত দোকানে। দামও মোটামুটি মধ্যবিত্তের নাগালে। আন্তর্জাতিক দেশী-বিদেশী ব্রান্ডের পোশাকের জন্য সিলেটে বিখ্যাত হয়ে উঠা এই দোকানটির যাত্রা শুরু হয় ২০০৯ সালে। মোটামুটি গত ১০ বছরে তারা কাষ্টমারদের চাহিদা মিটিয়ে যাচ্ছেন। এবার পবিত্র ঈদুল আজহাকে সামেন রেখে যথারীতি জমে উঠেছে স্মার্টেক্স-ডিসেন্ট। কালেকশনও যথেষ্ট ভালো। দেশী-বিদেশী ৪টি ব্রান্ডের কাপড় পাওয়া যাচ্ছে এখানে।
ব্রান্ডগুলো হচ্ছে স্মার্টেক্স, মোয়াদ, ডিসেন্ট ও ক্রোকোডাইলস। একটি কমপ্লিট ফ্যাশণ হাউস এই স্মার্টেক্স ডিসেন্টে নিউবর্ণ শিশু থেকে বৃদ্ধ সবারই মানসম্মত পোশাকের কালেকশন নজর কাড়ছে কাষ্টমারদের। সেই সাথে বাড়ছে বিক্রিও। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ হাউসে বাচ্চাদের পোশাকের ক্ষেত্রে থাই কালেকশন বেশি। সেগুলো খুব জনপ্রিয়ও। দামও বেশ সহনীয়। সর্বনিম্ন ৩শ’ থেকে শুরু করে আড়াই হাজার টাকার মধ্যে। বয়েজ কালেকশনের দাম মোটামুটি ৬শ’ থেকে আড়াই হাজার টাকার মধ্যে। গার্লস কালেকশনের শুরু ৭/৮শ’ থেকে ৩ হাজার টাকা। আছে আকর্ষনীয় ও মানসম্মত লেডিস থ্রিপিস। দাম ১৮শ’ থেকে শুরু, সর্বোচ্চ ৫ হাজার। পাঞ্জাবী ও টপসের ক্ষেত্রে স্মার্টেক্স-ডিসেন্ট সিলেটে অনন্য বলে জানালেন সংশ্লষ্টরা।
পাঞ্জাবীর দাশ শুরু ৮শ’ থেকে, শেষ ৩ হাজারে। মানসম্মত শার্ট পাওয়া যাচ্ছে ১১শ’ থেকে ২৬০০ টাকায়, প্যান্ট ১৪শ’ থেকে ১৬শ’ টাকা। স্মার্টেক্সের টপস সারাদেশে তুমুল জনপ্রিয়। প্রতিটির দাম ১৬শ’ থেকে ৩ হাজারের মধ্যে। সিঙ্গাপুরের ব্রান্ড ক্রোকোডাইলস জেন্টস আন্ডারগার্মেন্টসের জনপ্রিয়তা বিশ্বজোড়া। দাম সর্বনিম্ন ২শ’ আর সর্বোচ্চ ৬/৭শ’ টাকার মধ্যে।
এই দোকানটির এবারের বিশেষ আকর্ষণ ম্যাচিং ড্রেস। মা-মেয়ে, বাবা-ছেলে ম্যাচিং পোশাক এবার ব্যাপক সাঁড়া ফেলতে সক্ষম হয়েছে। চলছেও বেশ। স্মার্টেক্স-ডিসেন্টের স্বত্ত্বাধিকারী আব্দুল মুয়িজ ওহিদ বলেন, একমাত্র শাড়ী ছাড়া আমাদের কালেকশন এমন যে, এই একই দোকান থেকে পরিবারের সবার জন্য বিশ্বমানের ব্রান্ডের পোশাক কিনতে পারছেন ক্রেতারা। দামও হাতের নাগালে। আর তাই আমাদের ব্যস্ততা বাড়ছেতো বাড়ছেই। তিনি ক্রেতাদের তার দোকানে সাদর আমন্ত্রণও জানিয়েছেন।