শাহেদ আহমদ’র ঈদ শুভেচ্ছা

টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ৬:৩৮:০৫,অপরাহ্ন ১১ আগস্ট ২০১৯ | সংবাদটি ৮৪৮ বার পঠিতপবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটসহ দেশ-বিদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অনলাইন নিউজ পোর্টাল টাইমসিলেট.কম এর প্রধান সম্পাদক-প্রকাশক ও হলি আরবান প্রপার্টিস প্রাইভেট লিমিটেড এর মার্কেটিং ডিরেক্টর সাংবাদিক শাহেদ আহমদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলিম জীবনে শুধু আনন্দ বিনোদনের বিষয় নয়। ঈদের সাথে জড়িয়ে আছে পবিত্র চেতনা ও দায়িত্ববোধ। ঈদুল আযহার প্রধান বিষয় হলো কুরবানী। আল্লাহতায়ালার নৈকট্য লাভের উদ্দেশ্যে চতুষ্পদ হালাল জন্তু আল্লাহর নামে জবাই করার মাধ্যমে আমরা কুরবানীর দায়িত্ব পালন করে থাকি। ইমাম আবু হানিফা (র.) ও ইমাম ইবনে তাইমিয়া (র.)-এর মতে সক্ষম ব্যক্তিদের জন্য কুরবানী করা ওয়াজিব। আর সাহাবী আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে বলা হয়, “যে ব্যক্তি কুরবানীর পশু ক্রয় করবার মতো আর্থিক সচ্ছলতা অর্জন করলো অথচ কুরবানী দিল না, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে।” (ইবনে মাজাহ) রাসূল (সা.)-এর এমন বক্তব্য থেকে কুরবানীর গুরুত্ব উপলব্ধি করা যায়।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা
ঈদ মোবারক