ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৬:৪১:৫০,অপরাহ্ন ১৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৯৩ বার পঠিত
জাফলং পিয়াইন নদী থেকে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ভারতীয় কোন খাসিয়া নাগরিকের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
লাশটি ভারতের সীমান্তরক্ষী বিএসএফ’র কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে জাফলংয়ের কান্দুবস্তি এলাকায় পিয়াইন নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় জনগণ।
গোয়াইনঘাট থানার এএসআই রাজিব রায় এসে লাশটি উদ্ধার করেন। বিজিবিকে বিষয়টি অবগত করা হয়েছে। তারা বিএসএফ’র কাছে লাশ হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে।