সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বালাগঞ্জ
বালাগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ৬:৫৯:৫১,অপরাহ্ন ১৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৫৭৬ বার পঠিত
বালাগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। যা সর্বমহলে প্রশংসিত হচ্ছে। প্রতিবছরের ন্যায় এবারও সাম্প্রদায়িক সম্প্রীতির ধারাবাহিকতা বন্ধন রক্ষায় তৎপর বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সহ সহযোগী সংগঠন।
তারা গত ১২ আগষ্ট সকালে ঈদুল আযহার নামাজ আদায়ের সময় বালাগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সামনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে হিন্দু সমাজের নেতারা মুসল্লিদের জন্য অজুর ব্যবস্হা করে দেন শুধু তাই নয় নিজেরাই ড্রামে পানি ভর্তি করেন।
বাংলাদেশের মধ্যে বালাগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত অব্যাহত থাকুক। বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ তুহিন মনসুর বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির যা আজ স্বচক্ষে দেখে আমার কাছে ভাল লাগলো এটা অব্যাহত থাকুক। বালাগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি মোঃ জুনেদ মিয়া বলেন, আমাদের এ এলাকার সামাজিক বন্ধন খুবই মজবুত।
আমরা যেমন পুজা উৎসবে যাই সহযোগীতা করি ঠিক তারা ও আমাদের ঈদ উৎসবে সহযোগীতা করেছেন তা প্রশংসনীয়। আমি ব্যক্তিগত ভাবমনেকরি ধর্ম যার যার উৎসব সবার।
বালাগঞ্জ সদর ইউনিয়নের চেযারম্যান মোঃ আব্দুল মুনিম বলেন, আমাদের এই সম্প্রীতির বন্ধন অব্যাহত থাকুক। বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বনিক, সাধারন সম্পাদক শান্তিব্রত চৌধুরী বলেন, বালাগঞ্জ একটি অসাম্প্রদায়িক জনপদ, এর ধারাবাহিকতা রক্ষার লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। তা অটুটু থাকতে সকল মহলের সহযোগীতা অপরিহার্য্য।
আমরা সিলেট সহ সারাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি বন্ধন গড়ে উঠুক। বালাগঞ্জ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সাবেক ইউপি সদস্য বীরেন্দ্র কুমার ছবি বলেন, বিশেষ করে বালাগঞ্জ উপজেলার নবীনগর নিবাসী সাবেক ইউপি সদস্য বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্বখ্রীষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক তপন কুমার বনিক পানি সরবরাহ ও সরঞ্জাম প্রদান করায় ধন্যবাদ জানাই। এব্যপারে তপন কুমার বনিক বলেন আমি ১৬ বছর ধরে পানি সরবরাহ করে আসছি। যা আজ এ পর্যায়ে আজ এসেছে।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল সাকিব বলেন, সত্যিই বালাগঞ্জ উপজেলার সাম্প্রদায়িক সম্প্রীতি খুবই চমৎকার। বালাগঞ্জ উপজেলার মতো দেশে সবজায়গা এই সম্প্রীতি ছড়িয়ে পড়ুক। আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।