নৌকা ডুবে নিহত ২ ও শিশুসহ ৫ নিখোঁজ হয়েছেন
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৭:৫২:২০,অপরাহ্ন ১৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৮০ বার পঠিতসারিয়াকান্দি উপজেলার যমুনা নদীতে নৌকা ডুবে দুই নারী নিহত ও শিশুসহ পাঁচজন নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার ১৩ আগস্ট বগুড়ায় বেলা সাড়ে ১১টার দিকে পাকুরিয়ার চর ও বাটিয়ার চরের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সারিয়াকান্দির চালুয়াবাড়ী ইউনিয়নের মানিকদাইড় গ্রামের মনসের আলীর স্ত্রী আমেনা বেগম (৫৮) ও জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কয়লাকান্দি গ্রামের ইউুসুফ আলীর স্ত্রী জোহরা বেগম (৩০)।
নিখোঁজ রয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পাকরল গ্রামের জওহর আলী ও তার সাত বছরের মেয়ে সুরমা, একই উপজেলার চর পাকেরদহ গ্রামের জাহেদুল, তার দুই মাস বয়সী শিশু এবং বগুড়ার সারিয়াকান্দির মানিকদাইড় গ্রামের রেজউল ইসলামের স্ত্রী কাজলী বেগম।
নিহত আমেনা বেগম ও জোহরা বেগমের লাশ সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।