বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে লিডিং ইউনিভার্সিটির কর্মসূচি
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৫:০১:৪৬,অপরাহ্ন ১৪ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৮৪ বার পঠিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৪ই আগস্ট বৃহস্পতিবার সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারণ ও দক্ষিণ সুরমার রাগীবনগরস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল ১০টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ।
অনুষ্ঠানসমূহে লিডিং ইউনিভার্সিটির সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।